বাবরের বাবাকে নিয়ে পাকিস্তানি ক্রিকেটারের ক্ষোভ প্রকাশ

স্পোর্টস ডেস্ক

খেলোয়াড়দের দুঃসময়ে তাদের পরিবার থেকে সমর্থন পাওয়া একটি সাধারণ ঘটনা। বাবা-মা, প্রেমিক-প্রেমিকা বা আত্মীয়স্বজন সবাই তাদের পাশে দাঁড়ায়। বাবর আজমের বাবাও এইভাবে তার ছেলের পাশে দাঁড়িয়েছেন, তবে তার এই পদক্ষেপটি পছন্দ করেননি কামরান আকমল।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ৪ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করে। ওয়ানডে দলে বাবর থাকলেও, টি-টোয়েন্টি সিরিজে তাকে জায়গা দেওয়া হয়নি। এর পরদিন বাবর আজমের বাবা আজম সিদ্দিক ইনস্টাগ্রামে একটি বড় পোস্ট দেন। তার পোস্টের মর্মার্থ ছিল, ‘সম্মানিত খেলোয়াড়দের কাছে আমার অনুরোধ, কথা বলার সময় সাবধান থাকুন। যদি কেউ উত্তর দেয়, তা হয়তো সহ্য করা যাবে না।’

কামরান আকমলের মতে, বাবরের বাবা এই কাজটি করে পিসিবির জন্য অপমানজনক আচরণ করেছেন। পাকিস্তানের এক টকশোতে আকমল বলেন, “পিসিবির পরিকল্পনা নিয়ে পরিবারের সদস্যদের মন্তব্য করা উচিত নয়। পরিবার বা অন্য কোনো খেলোয়াড়ই পিসিবির নীতি নিয়ে মন্তব্য করতে পারেন না। এটি পিসিবির জন্য অপমানজনক।”

আকমল তার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন। ৪৩ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, “আমি নিজেও খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। তবে আমি আমার বাবা ও ভাইদের বলেছি, তোমরা কোনো ধরনের মন্তব্য করবে না। তোমাদের কাজ তোমরা করো, আর পিসিবি আমার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবে। আমার মতে, এটি সব পরিবারের জন্য অনুসরণযোগ্য একটি উদাহরণ হওয়া উচিত।”

ক্রাইস্টচার্চে ১৬ মার্চ শুরু হচ্ছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের ম্যাচগুলো পাঁচটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ১৮, ২১, ২৩ ও ২৬ মার্চ ডানেডিন, অকল্যান্ড, মাউন্ট মঙ্গানুই এবং ওয়েলিংটনে হবে সিরিজের শেষ চার টি-টোয়েন্টি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৯ মার্চ নেপিয়ারে। ২ ও ৫ এপ্রিল হ্যামিল্টন এবং মাউন্ট মঙ্গানুইয়ে হবে সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে।

বাবরের মতো পাকিস্তানের আরেক তারকা মোহাম্মদ রিজওয়ানও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জায়গা পাননি। এই সিরিজে পাকিস্তানের অধিনায়ক আছেন সালমান আলী আগা এবং সহ-অধিনায়ক শাদাব খান। তবে ওয়ানডে সিরিজে বাবর ও রিজওয়ান দুজনেই থাকছেন। ওয়ানডে দলের অধিনায়ক রিজওয়ান এবং সহ-অধিনায়ক সালমান।

You may also like