চোটের আশঙ্কা উড়িয়ে দিলেন নেইমার

স্পোর্টস ডেস্ক

৩৩ বছর বয়সী তারকা ফরোয়ার্ড ইনস্টাগ্রাম বার্তায় সব শঙ্কা দূর করে বার্তা দেন ভক্তদের।

রবিবার (২ মার্চ) পাউলিস্তা চ্যাম্পিয়নশিপে ব্রাগানচিনোর বিপক্ষে ম্যাচের নবম মিনিটে ডি-বক্সের বাঁ দিক থেকে বাঁকানো ফ্রি কিকে দলকে এগিয়ে নেন নেইমার। ২-০ ব্যবধানে ম্যাচটি জিতে সেমি-ফাইনালে উঠে সান্তোস। তবে পরবর্তীতে নেইমার তার ঊরুতে সমস্যা অনুভব করায় ৭৬তম মিনিটে কোচ তাকে মাঠ থেকে তুলে নেন। বেঞ্চে প্রাথমিক চিকিৎসা নিতে দেখা যায় তাকে যা ভক্তদের মধ্যে নতুন করে চোটের আশঙ্কা সৃষ্টি করে।

সান্তোসের কোচ পেদ্রো কাইশিনিয়া ম্যাচের পর সংবাদ সম্মেলনে বলেন, বুধবার (৫ মার্চ) দল অনুশীলনে ফিরলে তখন নেইমারের অবস্থা পর্যালোচনা করা হবে।

তবে ইনস্টাগ্রাম বার্তায় সব শঙ্কা উড়িয়ে নেইমার জানান, “আমি ভালো আছি। ম্যাচের সময় আমি কিছুটা অস্বস্তি বোধ করছিলাম। তাই তখন উঠে যাওয়ায় ভালো মনে হয়েছিল। অনেক দিন পর আমি এতটা তীব্রতা নিয়ে কোনো ম্যাচ খেলেছি… নিজের পূর্ণ ফিটনেসে ফিরতে পেরে আমি খুব খুশি। বার্তা দিয়ে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।”

বার্সেলোনায় অসাধারণ সাফল্যের পর ২০১৭ সালে পিএসজিতে যোগ দেন নেইমার। এরপর থেকেই মূলত চোটের কারণে তার কেরিয়ারে নানা সমস্যা দেখা দেয়। বারবার চোটের আঘাত এবং ফর্মহীনতার কারণে প্যারিসে কখনোই নিজেকে সেরারূপে মেলে ধরতে পারেননি তিনি।

ইউএ / টিডিএস

You may also like