ভারতকে ২৬৫ রানের লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

দুই দলই স্পিন নির্ভর একাদশ সাজিয়েছে, যা দিয়ে আগেই অনুমান করা গিয়েছিল যে, আজ দুবাইয়ের উইকেট বেশ স্লো থাকবে। অস্ট্রেলিয়ার ইনিংসেও সেটি প্রমাণিত হয়েছে। রবীন্দ্র জাদেজা ও বরুণ চক্রবর্তীর স্পিনে বেশ সমস্যায় পড়েছেন অজি ব্যাটসম্যানরা। তবে ব্যতিক্রম ছিলেন অ্যালেক্স ক্যারি, যিনি ৫৭ বলে ৬১ রান করে দলের সংগ্রহকে শক্তিশালী করেন।

দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৬৪ রান করতে সক্ষম হয়। দলের সর্বোচ্চ রান সংগ্রাহক স্টিভেন স্মিথ, যিনি ৭৩ রান করেন। ভারতের হয়ে ৩ উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি।

 

সুপ্তি / টিডিএস

You may also like