মেসির অনুপস্থিতিতেও মায়ামির বড় জয়

স্পোর্টস ডেস্ক

আর্জেন্টাইন সুপারস্টার মেসি ছাড়াই হিউস্টন ডায়নামোর বিপক্ষে বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি।

রবিবার (২ মার্চ) লুইস সুয়ারেজের দুর্দান্ত পারফরম্যান্সে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হিউস্টন ডায়নামোকে বিধ্বস্ত করেছে ‘হেরনস’রা। এক গোল করার পাশাপাশি আরও তিনটি গোলে সহায়তা করেন উরুগুইয়ান এই ফরোয়ার্ড।

ম্যাচের মাত্র ছয় মিনিটের মাথায় ভেনেজুয়েলার তরুণ তারকা তেলাসকো সেগোভিয়া গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ৩৭তম মিনিটে সুয়ারেজের পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তাদেও আলেন্দে।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই দ্বিতীয় গোল করেন সেগোভিয়া। এবার গোলরক্ষকের সামনে বুদ্ধিদীপ্ত টোকায় বল জালে পাঠান তিনি। দ্বিতীয়ার্ধে ম্যাচ শেষ করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সুয়ারেজ। নিজের নামের পাশে গোল যোগ করে হিউস্টন ডায়নামোর বিপর্যয় আরও বাড়িয়ে দেন। শেষ মুহূর্তে নিকোলাস লোডেইরো একটি গোল ফিরিয়ে আনলেও তা শুধুই সান্ত্বনার ছিল।

ইউএ / টিডিএস

You may also like