বাংলাদেশ নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার অনুশীলনে বাফুফেকে ভিডিও বার্তা দিয়েছেন।
রবিবার (২ মার্চ) বাংলাদেশ নারী ফুটবল দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে। বাংলাদেশ সময় রাত ১০টায় দুবাইয়ের আরব আমিরাত ফুটবল গ্রাউন্ডে শুরু হবে ম্যাচটি।
ব্রিটিশ কোচ পিটার বাটলার বাফুফেকে দেওয়া ভিডিও বার্তায় বলেন, ‘যারা জয়, জয় করছে তারা ফুটবল বোঝে না।’ এমন মন্তব্যের ব্যাখাও দিয়েছেন তিনি, ‘এখন উন্নতির পর্যায় চলছে। এই ২৩ জন ফুটবলার ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে। সামনে সাফ–এএফসির টুর্নামেন্টের জন্য। আমি অবশ্যই তাদের বলিনি যে জেতার প্রয়োজন নেই। এখন তাদের শেখার ও ভুল শোধরানোর সময়। আমি মনে করি সঠিক পথে রয়েছে এবং ওরা বাংলাদেশ নারী ফুটবলের ভবিষ্যৎ।’
প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচের প্রত্যাশা নিয়ে কোচ বলেন, ‘ভুল শুধরে ভালো ফুটবল খেলার কথাটাই তাদের বলেছি। গত ম্যাচে তারা সুন্দর ফুটবলই খেলেছে।’ প্রথম ম্যাচে স্বল্প প্রস্তুতির বিষয়ে বাটলার বলেন, ‘আমরা এখানে ম্যাচের আগেরদিন এসে পৌঁছেছি। দেশেও মাত্র সপ্তাহ তিনেকের প্রস্তুতি নিয়েছিলাম।’
বাংলাদেশ নারী ফুটবল দলের নতুন অধিনায়ক আফিদা খন্দকার ভুল শোধরানোর প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘তাদের দুই উইং খুব শক্তিশালী। গত ম্যাচে দুই উইং থেকে আক্রমণ হয়েছে। আমরা এই ম্যাচে দুুই উইংকে প্রতিহত করব। কোচ সেই নির্দেশনা দিয়েছে।’
ইউএ / টিডিএস