স্টুটগার্টকে হারিয়ে জয় পেল বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক

জার্মান লিগ বুন্দেসলিগায় স্টুটগার্টকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নিজেদের মাঠ এমএইচপি অ্যারেনায় বায়ার্নকে আতিথ্য দেয় স্টুটগার্ট। বায়ার্ন মিউনিখের পক্ষে গোল করেন মাইকেল ওলিস, গোরেৎজকা ও কোম্যান।

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বায়ার্ন মিউনিখ। ৩৪ মিনিটে মিডফিল্ডার অ্যাঞ্জেলো স্টিলারের গোলে লিড নেয় স্বাগতিক স্টুটগার্ট। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে ফরাসি উইঙ্গার মাইকেল ওলিসের গোলে সমতা ফেরায় বায়ার্ন। প্রথমার্ধের খেলা ১-১ সমতায় শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে বায়ার্ন মিউনিখ। ৬৪ মিনিটে লিড নেয় তারা, এই গোলটি করেন মিডফিল্ডার লিয়ন গোরেজকা। ম্যাচের ৯০তম মিনিটে তৃতীয় গোলটি পায় বায়ার্ন। গোলটি করেন আরেক ফরাসি উইঙ্গার কিংসলি কোম্যান। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।

এই জয়ের ফলে ২৪ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে লেভারকুসেনের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে গেলো বায়ার্ন। অপরদিকে ২৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে অবস্থান করছে স্টুটগার্ট।

ইউএ / টিডিএস

You may also like