১০ মার্চ থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে এশিয়ান স্টারসের হয়ে খেলবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে টুর্নামেন্ট আয়োজক কর্তৃপক্ষ। টি-টোয়েন্টি থেকে ইতোমধ্যেই অবসর নেওয়ায় সাবেক ক্রিকেটারদের নিয়ে হতে যাওয়া এশিয়ান লিজেন্ডস লিগ টি-টোয়েন্টিতে খেলতে যাচ্ছেন তিনি।
এশিয়ান স্টারসের হয়ে সাকিবের সঙ্গে খেলবেন বাংলাদেশের আরেক ক্রিকেটার অলক কাপালি। একই দলে থাকবেন শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া, ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম এবং আফগানিস্তানের হামিদ হাসান।
টুর্নামেন্টে বাংলাদেশ থেকেও একটি দল অংশ নেবে। বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। দলে থাকবেন তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুলের মতো তারকারা।
বাংলাদেশ টাইগার্সের বাকি সদস্যরা হলেন নাঈম ইসলাম, নাদিফ চৌধুরি, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং মোহাম্মদ নাজিমউদ্দিন।
আগামী ১২ মার্চ বাংলাদেশ টাইগার্সের মুখোমুখি হবে এশিয়ান স্টারস। মজার ব্যাপার হলো সেই ম্যাচে বাংলাদেশের বিপক্ষেই খেলতে দেখা যাবে সাকিব আল হাসান ও অলক কাপালিকে।
ইউএ / টিডিএস