ফিফা প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রায় নতুন এক বাংলাদেশ মাঠে নামার অপেক্ষায়।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে স্বাগতিকদের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম ম্যাচে পিটার বাটলারকে অধিনায়ক সাবিনাসহ অভিজ্ঞ ১৮ জনকে ছাড়া লড়াইয়ে নামতে হচ্ছে। এ যেন নতুন বাংলাদেশ নারী দল।
বাংলাদেশ জাতীয় নারী দল এর আগে কখনও সংযুক্ত আরব আমিরাতের সিনিয়র দলের বিপক্ষে খেলেনি। তবে বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে মুখোমুখি হয়েছে। তাই আমিরাতের সিনিয়র দলের বিপক্ষে বাংলাদেশ কেমন খেলবে সেটাই এখন বড় প্রশ্ন।
রাতে দুবাইয়ের মাঠে ঘাম ঝরিয়েছে আফঈদার নেতৃত্বাধীন নতুন বাংলাদেশ নারী ফুটবল দল। যাদের নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন বাটলার, ‘যে পর্যায়ে আছি, সেটা নিয়ে আমাদের বাস্তববাদী হতে হবে। এই দলটা নতুন, তাই ধৈর্য ধরতে হবে। তাদের ওপর অনেক আস্থা রেখেছি আমি।’
আশাবাদী অধিনায়ক আফঈদা খন্দকারও। স্বাগতিকদের বিপক্ষে দুটি ম্যাচেই ইতিবাচক ফল করতে চাইছেন, ‘চাপ অনুভব করছি না। সিনিয়রদের অভাবও অনুভব করছি না। কারণ আগেও আমি এদের (বর্তমান দলের সতীর্থদের) সঙ্গে নিয়ে খেলেছি অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২০ দলের হয়ে। সিনিয়ররা যে ধাপে ধাপে অনুশীলন করেছে, আমরাও সেই ধাপে ধাপে অনুশীলন করেছি। ফরোয়ার্ড লাইন ভালো। ডিফেন্স, মিডফিল্ডও ভালো। আমাদের পুরা দলটাই ভালো। ইনশাআল্লাহ আমরা ভালো ফল করেই দেশে ফিরবো।’
ইউএ / টিডিএস