কোপা দেল রের সেমিফাইনালে বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদের মধ্যকার ম্যাচটি ড্রয়ে শেষ হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সেমিফাইনালের লড়াই পরিণত হলো এক রাজসিক দ্বৈরথে। ২-০ গোলে পিছিয়ে পড়া বার্সেলোনা দুর্দান্তভাবে ম্যাচে ফিরে স্কোরলাইন হয়ে গেল ৪-২। তবে ৯৩তম মিনিটে অ্যাতলেটিকো মাদ্রিদ সমতা ফেরালে ম্যাচ শেষ হয় নাটকীয় ৪-৪ গোলের ড্রয়ে। কোপা দেল রের সেমিফাইনালে বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ উপহার দিলেন ফুটবলের এক ধ্রুপদী লড়াই। রাজসিক এই সেমিফাইনালে ২-০ গোলে পিছিয়ে পড়েও বার্সেলোনা দারুণ কামব্যাক করেছিল।
ম্যাচের মাত্র ৪৬ সেকেন্ডেই পিছিয়ে যায় বার্সেলোনা। কর্নার থেকে ছোট একটি ওয়ান-টু-ওয়ান পাসের পর গ্রিজমান ক্রস বাড়ান বক্সে। ক্লেমেন্ত লংলের হেড থেকে বল শূন্যে ভাসলে সুযোগ কাজে লাগান আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজ। দুর্দান্ত ভলিতে বল জড়িয়ে দেন জালে।
৪তম মিনিটে বদলি হিসেবে নেমে স্কোরলাইন ৪-২ করেন রবার্ট লেভানডফস্কি। সেখান থেকেই শুরু হয় অ্যাতলেটিকোর ম্যাচে ফেরার শেষ লড়াই। মিনিট দশেক পর জোরালো শটে বার্সার জাল কাঁপান অ্যাতলেটিকো ডিফেন্ডার মার্কোস লরেন্তে। আর অতিরিক্ত সময়ের ৯৩তম মিনিটে সরলথের গোলে সমতা ফেরায় সফরকারীরা। ফলে নাটকীয়ভাবে ম্যাচ শেষ হয় ৪-৪ স্কোরলাইনে।
ইউএ / টিডিএস