পাকিস্তানের তিন শহরে বসবে এসএ গেমসের আসর

স্পোর্টস ডেস্ক

২০২৬ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারিতে লাহোর, ইসলামাবাদ ও ফয়সালাবাদে হবে এসএ গেমস।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) লাহোরে অনুষ্ঠিত এসএ গেমস-সংক্রান্ত সভায় নতুন সূচি ঘোষণা করা হয়েছে। লাহোরে অনুষ্ঠিত এসএ গেমস সংক্রান্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু ও নির্বাহী সদস্য সিরাজউদ্দিন মো. আলমগীর।

এর আগে কয়েক দফা পিছিয়ে এসএ গেমসের সর্বশেষ সম্ভাব্য সূচি নির্ধারিত হয়েছিল চলতি বছরের নভেম্বর। এবারই প্রথমবারের মতো প্রতিযোগিতাটি তিনটি শহরে অনুষ্ঠিত হবে। এর আগে সর্বোচ্চ দুটি শহরে আয়োজিত হয়েছিল এই প্রতিযোগিতা।

বৈঠক শেষে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নির্বাহী সদস্য সিরাজউদ্দিন মো. আলমগীর বলেন, ‘২৩-৩১ জানুয়ারি গেমসের সূচি নির্ধারিত হয়েছে। গেমস অনুষ্ঠিত হবে লাহোর, ফয়সালাবাদ ও ইসলামবাদ তিন শহরে। আজকের সভায় গেমসের ডিসিপ্লিনও চূড়ান্ত হয়েছে। কোন শহরে কোন ডিসিপ্লিন হবে এটা পরবর্তীতে অবহিত করবে।’

এসএ গেমসে আবারও ফিরছে হকি। সভায় অনুমোদিত ডিসিপ্লিনগুলো হলো– ফুটবল, হকি, অ্যাথলেটিক্স, সাঁতার, ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল, ক্রিকেট (টি-২০), আরচ্যারি, বক্সিং, ফেন্সিং, গলফ, জুডো, কারাতে, শ্যুটিং, স্কোয়াশ, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, টেনিস, ট্রায়াথলন, ভারত্তোলন, কুস্তি, উশু, কাবাডি ও রাগবি।

সভায় বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সশরীরে উপস্থিত ছিলেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সব ডিসিপ্লিনে অংশগ্রহণের বিষয়টি মৌখিকভাবে নিশ্চিত করেছেন। সামনে বিভিন্ন ডিসিপ্লিনের বিভিন্ন ইভেন্টে খেলোয়াড়দের এন্ট্রির প্রক্রিয়া শুরু হবে।

ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, পাকিস্তান এবং মালদ্বীপ—দক্ষিণ এশিয়ার এই সাত দেশকে নিয়ে ১৯৮৪ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে এসএ গেমস। এখন পর্যন্ত মোট ১৩ বার আয়োজিত হয়েছে এই প্রতিযোগিতা।

ইউএ / টিডিএস

You may also like