পাকিস্তানের পিচ সবসময় রানপ্রসবা হিসেবে প্রশংসিত হয়েছে। পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের চরিত্রও তার থেকে খুব বেশি ভিন্ন হওয়ার কথা ছিল না। তবে, কঠিন উইকেট মেনে নিলেও, বাংলাদেশ দলের ব্যাটিং ছিল বেশ হতাশাজনক। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ১৮১টি ডট বল খেলে।
এটার মানে হলো, ৫০ ওভারের মধ্যে ৩০.১ ওভার কোন রানই পায়নি টাইগাররা। একদিন আগেই পাকিস্তানের বিপক্ষে দুবাইয়ের তুলনামূলক কঠিন উইকেটে ব্যাট করেছিলেন ভারতের বিরাট কোহলি, যিনি ৩৬ বছর বয়সেও ৭২ রান সংগ্রহ করেছিলেন দারুণ রানিং বিটুইন দ্য উইকেটে।
অথচ বাংলাদেশের স্ট্রাইক রোটেশন করার অভ্যেস যেন গড়ে ওঠেনি। বরং এতগুলো ডট বল চাপ বাড়িয়েছে প্রতিনিয়ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, উন্নতির জায়গা দেখছেন এই ডট বল প্রবণতায়।
এত বেশি ডট বল খেলার কারণ জানিয়ে শান্ত বলেন, ‘একটা সময় ৫–১০ ওভার পরপরই আমাদের উইকেট পড়েছে। এটা ডট বল বেশি হওয়ার একটা কারণ। বড় জুটি গড়তে পারলে এত বেশি ডট বল হয়তো হতো না।’
কিউই স্পিনার ব্রেসওয়েলের মাত্র ২৬ রানে ৪ উইকেট পাওয়া নিয়ে শান্ত বলেন, ‘আমরা কিছু বাজে শট খেলে আউট হয়েছি। ব্রেসওয়েলও ভালো বোলিং করেছে। তবে আমার মনে হয় তাকে আমরা আরেকটু ভালোভাবে খেলতে পারতাম। তার বলে ভুল শট বেশি খেলেছি আমরা।’
২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতেই পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। টুর্নামেন্ট থেকে বাদ পড়লেও ম্যাচটা গুরুত্ব সহকারেই দেখছেন শান্ত, ‘আমরা চেষ্টা করব ম্যাচটা জিততে। এক শ ভাগ চেষ্টা করব পরিকল্পনা বাস্তবায়ন করতে। কারণ, দেশের হয়ে খেলাটা সব সময়ই গর্বের।’
সুপ্তি / টিডিএস