দলের বিপদ বাড়ালেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক

মাত্র ৪ রানেই বিদায় নিয়ে বাংলাদেশকে আরও বড় বিপদে ফেললেন মাহমুদউল্লাহ।

মুশফিক ও হৃদয় দ্রুত ফেরার পর বাংলাদেশের ইনিংস গুছিয়ে নেওয়ার দায়িত্ব ছিল মাহমুদউল্লাহ রিয়াদের ওপর। অভিজ্ঞ এই ব্যাটার অতীতেও দলকে সংকট থেকে উদ্ধার করেছেন। তবে এবার তা পারলেন না। অল্পতেই ধৈর্য হারিয়ে বেপরোয়া শট খেলতে যান। ২৭তম ওভারের প্রথম বলে ব্রেসওয়েলকে উড়িয়ে মারতে ডাউন দ্য উইকেটে এগিয়ে আসেন। কিন্তু ঠিকমতো টাইমিং করতে না পারায় ব্যাটের কানায় লেগে বল চলে যায় শর্ট থার্ড ম্যানের হাতে। সেখানে দাঁড়িয়ে থাকা ও’রুর্ক সহজ ক্যাচ লুফে নেন।

৩০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান। ৭৪ রান নিয়ে উইকেটে আছেন শান্ত। অপর অপরাজিত ব্যাটার জাকের আলির সংগ্রহ ১৫ রান।

রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক উইকেটে পাওয়ার প্লেতে আক্রমণাত্মক ব্যাটিং করেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ও শান্ত। তবে আগের ম্যাচের মতো এবারও উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি তামিম। ভালো শুরুর পর দুর্দান্ত এক ক্যাচের শিকার হয়ে তাঁকে সাজঘরে ফিরতে হয়েছে।

ইউএ / টিডিএস

You may also like