দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

টুর্নামেন্টে টিকে থাকার গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।

সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিবের জায়গায় দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাহিদ রানা। ভারতের বিপক্ষে চোটের কারণে খেলতে না পারা অভিজ্ঞ রিয়াদ আজ একাদশে ফিরেছেন। আর দলীয় কম্বিনেশনের কারণে নাহিদ রানা আগের ম্যাচে জায়গা হারিয়েছিলেন।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে নামছে নিউজিল্যান্ডও। নাথান স্মিথের জায়গায় একাদশে ফিরেছেন কাইল জেমিসন। ডেরিল মিচেলের পরিবর্তে খেলছেন রাচিন রবীন্দ্র।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ : উইল ইয়াং, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ম্যাট হেনরি ও উইল ও’রুর্ক।

ইউএ / টিডিএস

You may also like