টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ স্যান্টনার

স্পোর্টস ডেস্ক

রাওয়ালপিন্ডিতে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়। টসে হেরে কিছুটা হতাশই দেখা গেল অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। তিনি জানান, টস জিতলে আগে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নিতেন।

ভারতের কাছে ৬ উইকেটের পরাজয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করেছে বাংলাদেশ। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচটি টাইগারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিউইদের বিপক্ষে হারলে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়বে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান।

ইউএ / টিডিএস

You may also like