পাকিস্তান টিম ম্যানেজমেন্টের ওপর তীব্র ক্ষোভ শোয়েবের

স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের বাজে পারফরমেন্সে রেগে দলের ম্যানেজমেন্টের ওপর ক্ষোভ ঝেড়েছেন পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় শোয়েব আখতার বলেন, ‘আমি ভারতের বিপক্ষে হারের জন্য একটুও হতাশ নই। কারণ আমি জানতাম এমনটাই হবে। পাঁচজন বোলার নিয়ে খেলা যায় না। গোটা বিশ্ব এখন ছয়জন বোলার নিয়ে খেলছে। আপনারা দুইজন অলরাউন্ডার নিয়েছেন। কিন্তু এটি পুরোপুরি মগজহীন ও দিকহীন ম্যানেজমেন্ট। আমি সত্যিই হতাশ।’

শোয়েব আখতার আরো বলেন, তিনি আগে থেকেই জানতেন যে পাকিস্তান এই ম্যাচ হারবে। এই জন্য তিনি পাকিস্তানের পরিকল্পনাহীন দল নির্বাচনকেও কাঠগড়ায় তুলেছেন। ‘এই হারের জন্য খেলোয়াড়দের দোষ দেওয়া যায় না। কারণ তারা দলীয় পরিকল্পনা এবং নির্দেশনার অভাবে সঠিকভাবে খেলতে পারছে না। দল যেমন, খেলোয়াড়রাও তেমনই! তারা জানেই না কী করতে হবে।ইচ্ছাশক্তি একটা বিষয় কিন্তু দক্ষতাই আসল।’

ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শুভমান গিলের প্রশংসা করে শোয়েব বলেন, ‘যদি কোহলিকে বলেন যে তাকে পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে সে নিশ্চিতভাবেই সেঞ্চুরি করবে।’

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেললেও জয়হীন পাকিস্তান। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে পরাজিত হয়েছিল তারা। কাগজে-কলমে টুর্নামেন্টে টিকে থাকলেও বাস্তবে বিদায়ের দ্বারপ্রান্তে পাকিস্তান।

ইউএ / টিডিএস

You may also like