মাহমুদুল্লাহকে ঘিরে অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই টাইগারদের। ভারতের কাছে পরাজয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি এখন বাংলাদেশের জন্য ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে পৌঁছেছে।

ভারত ম্যাচের আগেই অনুশীলনের সময় পায়ের পেশীতে চোট পান তিনি। যার প্রভাব পড়ে দলের স্কোয়াডেও। তার অনুপস্থিতিতে ম্যাচের প্রথম ঘণ্টাতেই ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। তবে সেই বিপর্যয় কিছুটা সামাল দেন তাওহিদ হৃদয় দুর্দান্ত সেঞ্চুরি ও জাকের আলীর লড়াকু ফিফটি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-কে রাবিদ ইমাম বলেন, ‘মাহমুদুল্লাহকে পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। তিনি ভালোভাবেই সেরে উঠছেন। কিন্তু তাকে পাওয়া যাবে কি না তা নির্ভর করছে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে দলের শেষ অনুশীলন সেশনের পর। ইনজুরির পরের স্ক্যানে বড় কোনো সমস্যা ধরা পড়েনি। এটা ভালো লক্ষণ।’

ইউএ / টিডিএস

You may also like