২৪ ঘণ্টা যেতে না যেতেই শীর্ষে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদকে সরিয়ে লাস পালমাসের বিপক্ষে জয় নিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বার্সেলোনা।
শনিবার (২২ ফেব্রুয়ারি) এস্তাদিও দে গ্রান ক্যানারিয়ায় স্বাগতিক লাস পালমাসকে ২-০ গোলে পরাজিত করেছে বার্সেলোনা। ম্যাচের দুটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। বদলি হিসেবে নামা দানি ওলমো এবং ফেরান তোরেস বার্সার হয়ে গোল দুটি করেন।
এবারের লিগের প্রথম সাক্ষাতে তেতো অভিজ্ঞতা হয়েছিল বার্সেলোনার। যেখানে ঘরের মাঠে ২-০ গোলে পরাজিত হয়েছিল হ্যান্সি ফ্লিকের দল। ফিরতি ম্যাচেও লাস পালমাসের জমাট রক্ষণ ভাঙতে ভুগতে হয়েছে বার্সাকে। বিপরীতে স্বাগতিকরা বেশ কিছুক্ষণ আতঙ্ক ছড়ায়। তবে দ্বিতীয়ার্ধে নিজেদের চেনা রূপে ফেরে কাতালান জায়ান্টরা।
এই জয়ে বার্সেলোনা ২৫ ম্যাচে ১৭ জয় ও ৩ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান দখল করেছে। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৫১ পয়েন্ট নিয়ে রয়েছে তিন নম্বরে।
অন্যদিকে, লাস পালমাস ২৫ ম্যাচে ৫ জয় ও ড্রয়ে ২৩ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের ১৭তম স্থানে অবস্থান করছে।
ইউএ / টিডিএস