শর্ত পূরণ করলে রূপগঞ্জের হয়ে খেলবেন সাকিব

স্পোর্টস ডেস্ক

সাকিব আল হাসান বর্তমানে দেশে ফিরতে পারছেন না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে টেস্ট সিরিজের জন্য নিরাপত্তার কারণে শেষ মুহূর্তে দেশে আসতে পারেননি। এরপর থেকে সাকিব আর কোনো জাতীয় দলের খেলা বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন না।

এদিকে ক্রিকেট মহলে খবর ছড়িয়ে পড়েছে যে, ‘চ্যাম্পিয়ন’ অলরাউন্ডার এবারের প্রিমিয়ার ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলবেন। কিন্তু প্রশ্ন উঠছে কীভাবে!

ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন, সাকিব তো বর্তমানে দেশে আসতে পারছেন না, তাহলে প্রিমিয়ার লিগে কীভাবে খেলবেন? ঢাকার ক্লাব ক্রিকেট তো আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট নয়, যেখানে দেশের বাইরে গিয়ে খেলতে পারেন সাকিব। তাহলে তার দলে অন্তর্ভুক্তি এবং খেলার বিষয়টি কীভাবে ঘটছে?

কৌতূহলি ক্রিকেটপাড়ায় লিজেন্ডস অব রূপগঞ্জ কর্তা তারিকুল ইসলাম টিটুর ব্যাখ্যা, ‘তাকে দলে নিতে তো আর বাধা নেই। সাকিব দেশে আসতে পারলে খেলবে, না আসতে পারলে খেলবে না। ব্যাপারটা খুবই সহজ। আমরা তাকে দলে নেওয়ার সব কাজকর্ম সেরে রাখছি। দেশে পা রাখতে পারলে সাকিব খেলবে। প্রিমিয়ার লিগ খেললে লিজেন্ডস অব রূপগঞ্জের পক্ষেই খেলবে।’

সুপ্তি / টিডিএস

You may also like