ডিপিএলে যোগ দিচ্ছেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক

ঢাকার প্রিমিয়ার লিগ (ডিপিএল) দেশের ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসর হিসেবে বিবেচিত। বাংলাদেশ জাতীয় দলের অনেক ক্রিকেটার ঘরোয়া প্রতিযোগিতার মধ্যে বিপিএলের পর শুধুমাত্র ডিপিএলে সময় দেন, যা ক্রিকেটার ও ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ সৃষ্টি করে। আসন্ন আসরে সাকিব আল হাসান লিজেন্ডস অব রূপগঞ্জ দলে যোগ দিতে যাচ্ছেন।

ডিপিএলের এবারের আসর শুরু হবে ৩ মার্চ থেকে। তার আগে আজ (শনিবার) এবং আগামীকাল দুই দিনব্যাপী চলবে ক্রিকেটারদের দলবদল। আসন্ন আসরকে সামনে রেখে ক্লাবগুলো দল গুছাতে ব্যস্ত, এবং লিজেন্ডস অব রূপগঞ্জ এই তালিকায় এগিয়ে রয়েছে।

লিজেন্ডস অব রূপগঞ্জ ইতোমধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। আজ তারা অনলাইনে সাকিব আল হাসানকে দলে ভেড়ানোর খবর জানিয়েছে, সাবেক এই বাংলাদেশ অধিনায়ক নিজেও দলবদল নিশ্চিত করতে ছবি পাঠিয়েছেন।

সুপ্তি / টিডিএস

You may also like