১১
দলে না থাকলেও দুবাইয়ে দলের সাথেই আছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল!
বুধবার (১৯ ফ্রব্রুয়ারি) দলের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে খেলোয়াড়দের উজ্জ্বীবিত করার চেষ্টা করেছেন তামিম। দুবাইতে বাংলাদেশ দলের সঙ্গে নৈশভোজের সময়ের স্টোরিও দিয়েছেন নিজের ব্যক্তিগত ফেইসবুক অ্যাকাউন্ট থেকে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসুবকে দলকে শুভেচ্ছা জানিয়ে তামিম লেখেন, ‘আশা করি চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা তারা ভালো করবে। বাংলাদেশ দলকে শুভকামনা।’
আসরে নিজেদের প্রথম ম্যাচেই কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে ভারতের বিপক্ষে জয়টাও গুরুত্বপূর্ণ। হাইব্রিড মডেলের টুর্নামেন্টটিতে দুবাইতে আজ লড়াইয়ে নামবে ভারত-বাংলাদেশ।
ইউএ / টিডিএস