চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর স্কোয়াডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার অভিজ্ঞতা রয়েছে মাত্র ছয় ক্রিকেটারের। অধিনায়ক নাজমুল শান্তসহ ৯ ক্রিকেটার মিনি বিশ্বকাপে তাদের প্রথম অংশগ্রহণ করছেন।
স্কোয়াড নিয়ে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক নাজমুল বলেন, ‘আমাদের দলে বেশ কিছু ভালো অলরাউন্ডার রয়েছে। আমরা ওদের ওপর নির্ভর করছি। এ টুর্নামেন্টে যে কোনো দল জিততে পারে। আমরাও চ্যাম্পিয়ন হতে মরিয়া, চেষ্টা করব। তবে এখনই বেশি কিছু ভাবছি না। আমাদের দলের পেসাররা খুবই ভালো ছন্দে রয়েছেন। নাহিদের মতো বোলার পেয়ে আমরা গর্বিত। যদি ও খেলে তা হলে ঠিক নিজের কাজ করে দেবে। স্পিনার এবং পেসারের ভালো ভারসাম্য আমাদের দলে রয়েছে।’
অন্যদিকে প্রতিপক্ষ হল চ্যাম্পিয়ন্স ট্রফির দুবারের চ্যাম্পিয়ন ভারত। এই দলে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মার মতো বিশ্বখ্যাত তারকা ক্রিকেটার। নিজেদের শক্তিমত্তা অনুযায়ী দল গঠনের পরিকল্পনা জানিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
ইউএ / টিডিএস