সেল্টিককে হতাশার সাগরে ডুবিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় জায়গা করে নিল ৬ বারের চ্যাম্পিয়ন বায়ার্ন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ম্যাচটিতে আলিয়াঞ্জ অ্যারেনায় প্লে-অফের ফিরতি লেগে ১-১ ড্র করার পর দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে বায়ার্ন পরবর্তী ধাপে পৌঁছেছে।
নির্ধারিত সময় শেষ হওয়ার পর যোগ করা সময়ে সেল্টিক ১-০ গোলে এগিয়ে ছিল। তাদের এই জয় দুই লেগের লড়াইকে নিয়ে যেত অতিরিক্ত সময়ে। ঠিক তখনই গোল। বলা চলে, ম্যাচের শেষ মুহূর্তে ভাগ্যকে পাশে পেল বায়ার্ন মিউনিখ।
ঘণ্টাখানেকের মধ্যে দ্বিতীয় অঘটনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন ফুটবল ভক্তরা। ফেইনুর্দের কাছে এসি মিলানের হারকে এবছরের বড় অঘটন হিসেবে সহজেই বলা যায়। এরপরই বায়ার্নের মাঠে সেল্টিক উপহার দিলো এক ভিন্ন ধরনের ফুটবল। ইউরোপের তাবৎ বড় দলগুলো যে স্টেডিয়ামে তাল সামলাতে হিমশিম খায়, সেখানেই প্রায় জয় নিশ্চিত করেছিল সেল্টিক।
ইউএ / টিডিএস