পাকিস্তানের মাঠে ভারতের পতাকা না রাখায় যা বলছে পিসিবি

স্পোর্টস ডেস্ক

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ উপলক্ষে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে অংশগ্রহণকারী দলগুলোর পতাকা উত্তোলন করা হলেও সেখানে ভারতের পতাকা অনুপস্থিত থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক সৃষ্টি হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দ্রুতই এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে জানায়, শুধুমাত্র পাকিস্তানে খেলা দলগুলোর পতাকাই স্টেডিয়ামে উত্তোলন করা হয়েছে।

পিসিবির এক কর্মকর্তা আইএএনএস-কে জানিয়েছেন, ‘আপনারা জানেন ভারত পাকিস্তানে খেলতে আসছে না। তারা দুবাইতে তাদের ম্যাচ খেলবে। করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরের স্টেডিয়ামগুলোতে শুধুমাত্র সেইসব দেশের পতাকা উত্তোলন করা হয়েছে যারা এখানে ম্যাচ খেলবে।”

তিনি আরও জানান, ‘শুধু ভারত নয়, বাংলাদেশ দলও এখনো পাকিস্তানে পৌঁছায়নি এবং তারা প্রথম ম্যাচ খেলবে দুবাইতে ভারতের বিপক্ষে। তাই তাদের পতাকাও স্টেডিয়ামে তোলা হয়নি। অন্যদিকে যেসব দল পাকিস্তানে খেলতে এসেছে তাদের পতাকা সেখানে উত্তোলন করা হয়েছে।’

পিসিবির ব্যাখ্যার পরও বিতর্ক পুরোপুরি থামেনি। তবে কর্তৃপক্ষ বলছে, ‘আয়োজন সফল করাই এখন আমাদের মূল লক্ষ্য।’

ইউএ / টিডিএস

You may also like