খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় শাস্তি হিসেবে ৬৫ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে আর্সেনালকে।
ম্যাচের ৪৩তম মিনিটে উলভারহ্যাম্পটনের একজন ডিফেন্ডারকে ফাউল করার জন্য লুইস-স্কেলিকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি মাইকেল অলিভার। ওই সময় আর্সেনালের খেলোয়াড়রা তাকে ঘিরে ফেলে প্রতিবাদ জানায়। ভিএআর পর্যালোচনায়ও অলিভারের সিদ্ধান্ত অপরিবর্তিত রাখা হয়। তবে পরবর্তীতে লাল কার্ডের বিরুদ্ধে আপিল করার পর ১৮ বছর বয়সী লুইস-স্কেলির তিন ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। তবুও মাঠে খেলোয়াড়দের প্রতিবাদ এবং রেফারির সঙ্গে বাদানুবাদ চলা বিষয়টি উপেক্ষা করা সম্ভব হয়নি।
২৫ জানুয়ারি প্রিমিয়ার লিগের সেই ম্যাচে ১-০ গোলে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে জয় পায় আর্সেনাল। ম্যাচের পর খেলা চলাকালে দলের খেলোয়াড়দের ‘অনুপযুক্ত আচরণ না করার’ বিষয় নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় আর্সেনালকে অভিযুক্ত করেছিল ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন।
পরবর্তীতে ক্লাবটি অভিযোগ স্বীকার করলে তাদের বিরুদ্ধে জরিমানা আরোপের সিদ্ধান্ত নেয়া হয়। ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এফএ গঠিত একটি স্বাধীন কমিশন আর্সেনালকে জরিমানা করেছে।
ইউএ / টিডিএস