আর্জেন্টিনাকে পেছনে ফেলে চিলিকে ৩-০ গোলে হারিয়ে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলল ব্রাজিল।
চূড়ান্ত পর্বের প্রথম ৪ ম্যাচ শেষে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলেরই পয়েন্ট ছিল সমান ১০। ফলে শেষ ম্যাচের মাধ্যমে নির্ধারণ হতে চলেছিল শিরোপা বিজয়ী দল। আর্জেন্টিনাকে শিরোপা জিততে হলে প্রয়োজন ছিল ৪ গোল। তবে প্যারাগুয়ের বিপক্ষে চার গোল তো করা হয়নি। বরং ৩-২ গোলে পরাজিত হয়েছে ক্লদিও এচেভেরির দল।
নিজেদের ম্যাচ শেষ করার পরই ব্রাজিল দল পৌঁছেছিল আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে। প্যারাগুয়ের তৃতীয় গোলের পর তাদের উচ্ছ্বাস ছিল নজরকাড়া। ডিয়েগো লিওনের গোলের পর আর্জেন্টিনাকে শিরোপা জয়ের জন্য প্রয়োজন ছিল আরও ৫ গোল। তবে ৮২ মিনিটে গোল হজম করার পর ৫ গোলের লক্ষ্য পূরণ করা ছিল প্রায় অসম্ভব।
কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নেই ফাইনাল বা সেমিফাইনাল। এখানে লিগ পদ্ধতিতে শীর্ষে থাকা দলই চ্যাম্পিয়ন হয়। ব্রাজিল তাদের কাজটি ঠিকভাবে সম্পন্ন করেছে এবং ১৩ পয়েন্ট নিয়ে ফাইনাল পর্ব শেষ করেছে। আর্জেন্টিনার পয়েন্ট ১০। যদিও তাদের প্রথম ম্যাচটি ৬-০ গোলে পরাজিত হয়েছিল। তবুও শেষ পর্যন্ত চ্যাম্পিয়নের হাসি ছিল ব্রাজিলেরই।
ইউএ / টিডিএস