টাইগার্স ক্যাম্পে যোগ দিলেন লিটন দাস

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দলে টানা অফ-ফর্মের কারণে বাদ পড়েছেন লিটন দাস। তবে জাতীয় দলের বাইরে থাকলেও বিশ্রামে নেই এই হার্ডহিটার ব্যাটসম্যান। বিপিএলের পর কয়েকদিন ছুটি কাটিয়ে তিনি আজ বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে যোগ দিয়েছেন। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে টাইগার্সের ক্যাম্প, যেখানে জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটাররা অংশ নিচ্ছেন।

মার্চের প্রথম সপ্তাহে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফীস জানিয়েছেন, দলের প্রস্তুতি শুরু না হওয়া পর্যন্ত টাইগার্সের ক্যাম্প চলবে। এতে চ্যাম্পিয়নস ট্রফির দলে না থাকা এবং জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটাররা অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পটি পরিচালনা করছেন দেশীয় কোচেরা এবং তত্ত্বাবধানে আছেন সোহেল ইসলাম। ক্যাম্পের শুরুতে ফিটনেস ট্রেনিং হবে, পরে স্কিল অনুশীলন করা হবে। নাফীস জানিয়েছেন, ‘প্রিমিয়ার লিগের আগের যে সময়টা আছে, তখন যেন জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটাররা অনুশীলনের ভেতর থাকতে পারে। লিগ শুরু হলে সবাই নিজেদের দলের সঙ্গে অনুশীলন শুরু করবেন।’

 

সুপ্তি / টিডিএস

You may also like