ত্রি-দেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

পাকিস্তানকে তাদের মাঠেই ৫ উইকেটে হারিয়ে ত্রি-দেশীয় সিরিজ জিতল কিউইরা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় পাকিস্তান। গ্রুপ পর্বের মতো ফাইনালের লড়াইয়েও পাকিস্তানকে হারিয়ে বড় জয় তুলেছে নিউজিল্যান্ড।

টুর্নামেন্টে কোনো ম্যাচ না হেরেই অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দুর্দান্ত প্রস্তুতি সেরে নিলো মিচেল স্যান্টনারের দল।

কিউইদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেছেন তরুণ পেসার উইলিয়াম ও’রুর্ক। মাইকেল ব্রেসওয়েল এবং মিচেল স্যান্টনার দুটি করে উইকেট নেন।মিচেল ৫৭ এবং ল্যাথাম করেন ৫৬ রান। গ্লেন ফিলিপস শেষদিকে ২০ রান করলে ২৮ বল এবং ৫ উইকেট হাতে রেখেই নিউজিল্যান্ডের শিরোপা নিশ্চিত হয়ে যায়।

ইউএ / টিডিএস

You may also like