রজত পাতিদার হলেন কোহলিদের নতুন অধিনায়ক

স্পোর্টস ডেস্ক

পুনরায় অধিনায়কত্ব পেতে পারেন বিরাট কোহলি এই গুঞ্জন উড়িয়ে নতুন অধিনায়ক হিসেবে রজতের নাম ঘোষণা করেছে বেঙ্গালুরু।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়। ২০২১ সালে কোহলি অধিনায়কত্ব ছাড়ার পর ফ্যাফ ডু প্লেসিকে অধিনায়ক করেছিল বেঙ্গালুরু।

পাতিদার অধিনায়ক হওয়ার পর কোহলি বলেছেন, ‘তোমাকে অসংখ্য অভিনন্দন। যে ভাবে এই দলের হয়ে তুমি নিজের সেরাটা দিয়েছো তা মনে রাখার মতো। দলকে অনেক উঁচুতে নিয়ে যাবে এই আশা করি। আমি এবং বাকি সতীর্থ সব সময়ে তোমার পাশে থাকব। তোমার জন্য প্রচণ্ড খুশি। তুমি এই সম্মানের যোগ্য়। নিজেই এটা আদায় করে নিয়েছো।’

রজত পাতিদারের নেতৃত্বের অভিজ্ঞতা মূলত ঘরোয়া ক্রিকেটে। সৈয়দ মুস্তাক আলি এবং বিজয় হাজারে ট্রফির মাধ্যমে। তার অধীনে মধ্যপ্রদেশ সৈয়দ মুস্তাক আলির ফাইনালে পৌঁছেছিল।

ইউএ / টিডিএস

You may also like