‘আল্লাহ চাইলে রেকর্ডের পর রেকর্ড হয়’—বললেন রিজওয়ান

স্পোর্টস ডেস্ক

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তান শুধু জেতেইনি, গড়েছে রেকর্ডও।

বুধবার (১২ ফেব্রুয়ারি) করাচির জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মোহাম্মদ রিজওয়ান বললেন, ‘আল্লাহ চাইলে রেকর্ডের পর রেকর্ড হতেই থাকে।’

পুরস্কার বিতরণীতে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমরা তাদের ৩২০ রানের মধ্যে আটকে রাখতে চেয়েছিলাম। তবে ক্লাসেন (৮৭ রান) সেটা সাড়ে তিন শতে নিয়ে গেল। ম্যাচের বিরতিতে খুশদিল শাহ বলছিল, এ রকম রান আমরা আগেও তাড়া করেছি। কেউ কেউ বলল ৩৪০ রানও তাড়া করেছি আমরা।’

তিনি আরও বলেন, ‘আমাদের ফিল্ডিংয়ে উন্নতি করা দরকার। আশা করি সেটা আমরা পারব। কারণ চ্যাম্পিয়নস দলগুলো এভাবেই খেলে।’

আড়াই শর বেশি রানের জুটি গড়ার পথে ব্যক্তিগত সেঞ্চুরি তুলে নিয়েছেন রিজওয়ান আর সালমান।

ইউএ / টিডিএস

You may also like