অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে সৈকত

স্পোর্টস ডেস্ক

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই ইংল্যান্ডের রিচার্ড কেটেলবোরোর সঙ্গে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন সৈকত।

সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে টুর্নামেন্টের গ্রুপপর্বের ম্যাচগুলোর জন্য আম্পায়ারদের দায়িত্ব বন্টন করেছে আইসিসি। গ্রুপপর্বের ১২টি ম্যাচের মধ্যে ৪টির দায়িত্ব পালন করবেন বাংলাদেশি আম্পায়ার সৈকত। সৈকত-কেটেলবোরোর সঙ্গে উদ্বোধনী ম্যাচে জো উইলসন টিভি আম্পায়ার। অ্যালেক্স ওয়ার্ফ চতুর্থ আম্পায়ার এবং অ্যান্ড্রু পাইক্রফট ম্যাচ রেফারি হিসেবে থাকবেন।

এ ছাড়া বাংলাদেশি আম্পায়ার সৈকত গ্রুপপর্বের আরও ৩টি ম্যাচের দায়িত্ব পেয়েছেন। এর মধ্যে আরও একটি ম্যাচে অন-ফিল্ড, এক ম্যাচে চতুর্থ এবং আরেক ম্যাচে তিনি থাকবেন টিভি আম্পায়ার হিসেবে।

২১ ফেব্রুয়ারি আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে চতুর্থ আম্পায়ার। ২৬ ফেব্রুয়ারি আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচে জো উইলসনের সঙ্গে অন-ফিল্ড আম্পায়ার এবং ১ মার্চ দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন সৈকত।

আম্পায়ার : কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফনি, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড কেটেলবোরো, এহসান রাজা, পল রাইফেল, শরফুদ্দৌলা ইবনে শহীদ, রড টাকার, অ্যালেক্স ওয়ার্ফ ও জো উইলসন।

১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান ও নিউজিল্যান্ড।

ইউএ / টিডিএস

You may also like