প্লিমাউথের বিপক্ষে হেরে লিভারপুলের বিদায়

স্পোর্টস ডেস্ক

চতুর্থ রাউন্ডে প্লিমাউথ আর্গাইরেলর কাছে ১-০ গোলে হেরে বিদায় নিল লিভারপুল।

রবিবার (৯ ফেব্রুয়ারি) দ্বিতীয় বিভাগের সবার নিচে থাকা দলটি তুলে নেয় ঐতিহাসিক এক জয়। ম্যাচের ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে প্লিমাউথের স্কোরশিট খোলেন রায়ান হার্ডি।

এক মৌসুমে চার শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে গেল লিভারপুলের। চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ এবং লিগ কাপ শিরোপার সম্ভাবনা থাকলেও এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকেই ছিটকে যেতে হল তাদের।

লিভারপুল এখন পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে রয়েছে। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও প্রথম স্থান ধরে রেখে রাউন্ড অব সিক্সটিনে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। সম্প্রতি টটেনহ্যামকে বিধ্বস্ত করে তারা ক্যারাবাও কাপের ফাইনালে পৌঁছেছে। অন্যদিকে প্লিমাউথ অবস্থান করছে ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের লিগ ‘চ্যাম্পিয়নশিপ’-এর একেবারে তলায়।

এই পরাজয়ের ফলে এবারের মৌসুমে লিভারপুলের ঐতিহাসিক চারটি শিরোপা বা ‘কোয়াড্রুপল’ জয়ের স্বপ্ন শেষ হয়ে গেল। বর্তমানে চ্যাম্পিয়নশিপের তলানিতে থাকা প্লিমাউথ এই ম্যাচে ছিল স্পষ্টভাবে আন্ডারডগ। তবে নিজেদের মাঠ হোম পার্কে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তারা বড় চমক তৈরি করেছে। দ্বিতীয়ার্ধে রায়ান হার্ডির করা পেনাল্টি ছিল ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত যা প্লিমাউথকে জয় এনে দেয়।

ইউএ / টিডিএস

You may also like