শরীরী ভাষার বিশেষজ্ঞ ড্যারেন স্ট্যানটন বলছেন ‘সর্বকালের সেরা’ দাবি নিজেই বিশ্বাস করেন না রোনালদো!
সোমবার (৩ ফেব্রুয়ারি) স্প্যানিশ টিভি শো ‘এল চিরিনগুইতো’য় দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিস্টিয়ানো রোনালদো দাবি করেছিলেন ‘আমি সর্বকালের সেরা কমপ্লিট খেলোয়াড়।’ “আমি এতটাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যে কখনো কখনো নিজের অর্জন ভুলে যাই। অন্যদের সঙ্গে এখানেই পার্থক্য। আমার জায়গায় কেউ হলে ১০ বছর আগেই ফুটবল ছেড়ে দিত। আমি আলাদা।”
তিনি আরও যুক্তি দেন, “ইতিহাসের সেরা গোল স্কোরার কে? এটা সংখ্যার ওপর নির্ভর করে। আমি বাঁ পায়ের খেলোয়াড় না হয়েও বাঁ পায়ে সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে শীর্ষ দশে আছি।”
স্ট্যানটন বলেন, “আমার মনে হয় না, সে সত্যিই বিশ্বাস করে যে সে-ই সর্বকালের সেরা। মুখে যা-ই বলুক ভেতরে সে তা অনুভব করে না।” এই অনিশ্চয়তার কারণ হতে পারে রোনালদোর মধ্যে প্রাপ্য সম্মান না পাওয়ার অনুভূতি।
স্ট্যানটনের আরও বলেন, ” রোনালদোর কথার সঙ্গে শরীরী ভাষার মিল ছিল না।রোনালদো রাগান্বিত ছিলেন। মেকি হাসি দিচ্ছিলেন যা কয়েক সেকেন্ডও স্থায়ী হয়নি। তার চোখের ভ্রু একসঙ্গে উঠছিল এবং তির্যকভাবে তাকাচ্ছিলেন। মনে হচ্ছিল তিনি কোথাও না কোথাও আত্মবিশ্বাসের ঘাটতিতে ভুগছেন।”
সর্বকালের সেরা নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। এক দশকেরও বেশি সময় ধরে সেরার প্রশ্নে অনেকেরই মতামত লিওনেল মেসি এবং রোনালদোর মধ্যে সীমাবদ্ধ।
ইউএ / টিডিএস