আড়াই বছর বাংলাদেশে কাজ করার পর চুক্তি শেষে নিজ দেশে ফিরছেন হাসান তিলকরত্নে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) নিজের দেশ শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেবেন শ্রীলঙ্কান এই কোচ।ওয়েস্ট ইন্ডিজ সফর ছিল বাংলাদেশ নারী দলের কোচ হিসেবে শেষ অ্যাসাইনমেন্ট।
তার নেতৃত্বেই বাংলাদেশ নারী ক্রিকেট দল পৌঁছে গেছে নতুন এক উচ্চতায়। নিগার সুলতানা জ্যোতি, মুর্শিদা খাতুন এবং নাহিদা আক্তারদের মতো নামগুলো এখন বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কাছে পরিচিত ও প্রিয়। হাসান তিলকারত্নে বিগত আড়াই বছর ধরে নারী দলের ড্রেসিংরুমে ছিলেন প্রধান কোচ হিসেবে যিনি এই দলের সাফল্যের পিছনের মূল শক্তি।
বরাবরের মতোই আলোচনার বাইরে রয়েছেন শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটার। বাংলাদেশ নারী দলের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হলেও এ নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ নারী দলের সফরের পরপরই শেষ হয়েছে হাসান তিলকারত্নে অধ্যায়।
২০২২ সালে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপের পর বাংলাদেশ নারী দলের দায়িত্ব গ্রহণ করেন তিনি। আড়াই বছরে তিনি দলের জন্য অর্জন করেছেন উল্লেখযোগ্য সাফল্য। চুক্তি শেষ হলেও ক্যারিবিয়ান সফর শেষে পুরো দলের সঙ্গে ঢাকায় ফিরেছেন হাসান তিলকারত্নে।
১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী হাসান তিলকারত্নে শ্রীলঙ্কার হয়ে ৮৩টি টেস্ট ম্যাচ খেলেছেন। ৪২.৮৭ গড়ে ৪৫৪৫ রান করেছেন। নামের পাশে রয়েছে ১১টি সেঞ্চুরি ও ২০টি ফিফটি। দেশের হয়ে ২০০টি ওয়ানডে ম্যাচ খেলে ২৯.৬০ গড়ে ৩৭৮৯ রান করেছেন তিনি। এছাড়া, ২টি সেঞ্চুরি ও ১৩টি ফিফটির মালিকও হাসান তিলকারত্নে।
ইউএ / টিডিএস