শ্রীলঙ্কার তারকা ওপেনার দিমুথ করুণারত্নে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছেন। সাম্প্রতিক ফর্ম ভালো না থাকলেও, তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টের পর ৩৬ বছর বয়সে জাতীয় দলের জার্সি ছাড়বেন।
২০১১ সালের জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে শ্রীলঙ্কার হয়ে অভিষেক হয় করুণারত্নের। ২০১২ সালে প্রথমবার টেস্ট খেলতে নামেন তিনি। গলের সেই টেস্টেই দীর্ঘ ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি টানবেন তিনি।
২০১৫ থেকে টেস্ট ওপেনার হিসেবে ধারাবাহিকভাবে খেলে আসা করুণারত্নে ১০ বছরে সর্বোচ্চ ১৫টি সেঞ্চুরি ও ৩৪টি হাফ-সেঞ্চুরি করেছেন।
আগামী ৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামবেন করুণারত্নে, যা হবে তার ১০০তম টেস্ট ম্যাচ। ৯৯টি টেস্টে ১৮৯ ইনিংসে ৩৯.৪০ গড়ে ৭১৭২ রান সংগ্রহ করেছেন তিনি, যার মধ্যে ১৬টি সেঞ্চুরি ও ৩৯টি হাফ-সেঞ্চুরি রয়েছে।
সুপ্তি / টিডিএস