জোড়া গোলে ৭০০তম জয় রোনালদোর

স্পোর্টস ডেস্ক

আল-ওয়াসলকে ৪-০ গোলে উড়িয়ে ক্লাব ক্যারিয়ারে ৭০০তম জয়ের রেকর্ড গড়লেন রোনালদো।

সোমবার (৩ ফেব্রুয়ারি) আল-ওয়াসলের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচটি অনুষ্ঠিত হয়। জোড়া গোল করেছেন সিআর সেভেন। রোনালদোর গোল ছাড়াও বাকি দুই গোল এসেছে আল ফাতিল ও আল হাসানের থেকে।

পর্তুগিজ ক্লাব থেকেই ক্লাব ক্যারিয়ার শুরু হয় রোনালদোর। সেখানে তিনি ১৩টি জয় পান। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলে ২১৪ ম্যাচে জয় পান রোনালদো। তার সবচেয়ে সফলতম ক্লাব ছিল রিয়াল মাদ্রিদ। সেখানে ১০ মৌসুমে ৩১৫টি জয় পেয়েছেন তিনি। জুভেন্টাসে রোনালদো ৯২ ম্যাচে জয় পেয়েছেন।

ম্যাচের ২৫তম মিনিটে আলী আল হাসানের করা প্রথম গোলের দেখা পায় আল নাসর। ৪৪তম মিনিটে পেনাল্টি থেকে নিজের প্রথম গোলটি করেন রোনালদো। দ্বিতীয় গোলটি আসে দ্বিতীয় হাফে। আল নাসরের হয়ে শেষ গোলটি করেন আল ফাতিল। ৮৮তম মিনিটে ব্রোজোভিচের কর্নার থেকে হেডে গোল করেন তিনি।

এই জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে তৃতীয় স্থানটা আরও মজবুত করল আল নাসর।

ইউএ / টিডিএস

You may also like