এলিমিনেটরের আগে খুলনা টাইগার্সে যোগ দিচ্ছেন দুই ক্যারিবিয়ান তারকা শিমরান হেটমায়ার এবং জেসন হোল্ডার।
সোমবার(৩ ফেব্রুয়ারি )সকালেই নিজেদের ফেসবুক পেইজে এই দুই খেলোয়াড়ের দলে যোগ দেয়ার কথা নিশ্চিত করেছে খুলনা।
দুপুরে মাঠে গড়াবে প্লে-অফ। তার আগে বিপিএলে যেন রীতিমত তারার হাট বসেছে। শুরুর দিকে বিদেশি খেলোয়াড় নিয়ে কিছুটা আক্ষেপ ও সংকট থাকলেও প্লে-অফের দিন সকাল থেকেই একের পর এক খবর আসতে শুরু করেছে।
একেবারেই শেষ ম্যাচে এসে বিপিএলে প্লে-অফ নিশ্চিত করেছে এই দল। বিদেশি তারকাদের মধ্যে মোহাম্মদ নাওয়াজ এবং বোসিস্টোই ছিলেন নিয়মিত পারফর্মার। দেশী খেলোয়াড়দের ওপর ভর করেই সেরা চারে এসেছে তালহা জুবায়েরের দল। তবে এবারের প্লে-অফের বাঁচা মরার লড়াইয়ে বিদেশি তারকাদের নিয়ে শক্ত দল দাঁড় করিয়েছে তারা।
রংপুর রাইডার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স। মেহেদি হাসান মিরাজের দলটি এই মুহূর্তে ভালো ছন্দে রয়েছে। তবে প্রতিপক্ষ রংপুর দলে একইদিনে যুক্ত হয়েছেন আন্দ্রে রাসেল, জেমস ভিন্স এবং টিম ডেভিড। এই ম্যাচে জয়ী দল খেলবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের বিপক্ষে।
ইউএ / টিডিএস