প্লে-অফে রংপুরে রাসেলসহ ৩ বিদেশি

স্পোর্টস ডেস্ক

রংপুর রাইডার্স শেষ মুহূর্তে নিজেদের স্কোয়াডে শক্তি বাড়াতে দলে এনেছেন পরিচিত ৩ বিদেশী ক্রিকেটারকে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে এলিমিনেটরের ম্যাচ। হারলেই বাদ পড়বে দল। এমন সমীকরণের মধ্যে রংপুর শেষ মুহূর্তে নিজেদের দলে ভিড়িয়েছেন তারকা আন্দ্রে রাসেল, অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার টিম ডেভিড এবং ইংল্যান্ডের জেমস ভিন্সকে।

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল প্লে-অফের আগে রংপুর রাইডার্স বেশ কিছু বিদেশি তারকাকে দলে ভেড়াবে। বিশেষ করে আইএল টি-টোয়েন্টি লিগের পর্ব শেষ হওয়ার ফলে আন্তর্জাতিক তারকাদের অনেককেই পাওয়ার সুযোগ ছিল। তাদের মধ্যে সবার আগে নিউজিল্যান্ডের তারকা অ্যাডাম মিলনেকে দলে ভেড়ায় ফরচুন বরিশাল।

এরপরেই বড় চমক দিলো রংপুর রাইডার্স। টি-টোয়েন্টি ক্রিকেটের সুপরিচিত খেলোয়াড়দের দলে টানলো তারা। পাকিস্তানি খুশদিল শাহ এবং ইংল্যান্ডের অ্যালেক্স হেলসদের চলে যাওয়ার পর রংপুরে যে শূন্যতা তৈরি হয়েছিল সেটাই যেন এবার পূর্ণ করেছে এই তারকাদের আগমন।

সব মিলিয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে রংপুর রাইডার্স শেষ মুহূর্তে নিজেদের স্কোয়াডে বড় ধরনের পরিবর্তন এনেছে।

ইউএ / টিডিএস

You may also like