সংকটের মাঝেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে মাত্র ১৩ জন খেলোয়াড় নিয়ে অনুশীলনে নেমেছেন ব্রিটিশ কোচ বাটলার।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হিসেবে আজই ছিল বাটলারের প্রথম অনুশীলন। মাঠের সমস্যার কারণে গত কয়েকদিন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অনুশীলন বন্ধ ছিল।
ক্যাম্পে ৩১ জনের থাকার কথা থাকলেও কোচের বিরুদ্ধে বিদ্রোহের কারণে অনেক ফুটবলার অনুশীলনে অংশ নেননি। কোচ-খেলোয়াড়দের মধ্যে এমন দ্বন্দ্ব নিয়ে বাফুফে তদন্ত কমিটি গঠন করেছে।
বাফুফে ৩১ জন ফুটবলারকে ডেকেছিল তবে আনাই মগিনিও যোগ দেননি। ৩০ জনের মধ্যে ১৩ জন আজ কোচ পিটার বাটলারের অধীনে প্রথম অনুশীলন করেছেন। এই ১৩ জন ফুটবলার হলেন – রিপা, আফিদা, আইরিন, কোহাতি কিসকু, প্রান্তি, স্বপ্না, ইয়ারজান, অর্পিতা, হালিমা, আকলিমা, মুনকি, সুরমা ও প্রীতি।
মূল অভিযোগটা কোচ পিটার বাটলারকে নিয়ে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) লিখিত বক্তব্যে জাতীয় নারী দলের ফুটবলাররা জানিয়েছেন, ইংলিশ এই কোচের অধীনে তারা খেলবেন না। তারা আরও জানিয়ে দিয়েছেন, বাটলারের কোচ পদে বহাল থাকলে তারা ফুটবল ছাড়বেন।
এদিকে ২০২১ সালের জুলাইয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংস্কার কাজ শুরু হওয়ার পর এটি জাতীয় দলের প্রথম অনুশীলন। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামটি বুঝে পায়নি বাফুফে। তবে সাময়িকভাবে নারী দলের অনুশীলনের জন্য এটি ব্যবহার করা হচ্ছে।
ইউএ / টিডিএস