ক্যারিয়ারের শেষের দিকে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। তবে তার পারফরম্যান্সে এখনো বয়সের প্রভাব পড়েনি। মেসির ভক্তরা ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে তাকে দেখতে আগ্রহী। তবে মেসি এ বিষয়ে এখনও কিছু নিশ্চিত করেননি। এবার তার বিশ্বকাপ খেলা নিয়ে মন্তব্য করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
আর্জেন্টাইন কোচ বলেন,‘প্রথম কথা হলো, সে (মেসি) এবং তার সতীর্থরা জানে এখনো যথেষ্ট সময় আছে হাতে। সে এবং বাকিরাও বিশ্বকাপে খেলতে আগ্রহী। ব্যাপারটি কোন দিকে গড়ায়, তা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের ভাবনাটা সে জানে এবং আমাদের মধ্যে সেই সবচেয়ে বুদ্ধিমান।’
তবে মেসিকে বিশ্বকাপে খেলার জন্য কোনো চাপ দেওয়া হচ্ছে না, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। স্কালোনি বলেন, ‘সে যেন সুখী থাকে, সেটাই আমার একমাত্র চাওয়া। সে এবং অন্য কারও ওপরই নয়। সে নিজের ভবিষ্যৎ নিয়ে কী করবে, সে বিষয়ে আমরা বলার কেউ না।’
এর আগে, ৪৩৩ অ্যাপে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছিলেন,‘আমি জানি না (২০২৬ বিশ্বকাপে খেলব কি না)। অনেক প্রশ্ন হয় এ নিয়ে, বিশেষ করে আর্জেন্টিনায়। আমি এ বছর ভালোভাবে শেষ করতে চাই, এরপর পরের বছরের প্রাক্–মৌসুম ভালোভাবে শুরু করতে চাই, প্রচুর ভ্রমণের জন্য যেটা গত বছর পারিনি।’
তিনি আরও বলেন, ‘(প্রাক্–মৌসুম ভালোভাবে শুরুর পর) আমি কেমন করছি, কেমন অনুভব করছি, সেটা বোঝার চেষ্টা করব। (২০২৬ বিশ্বকাপের) আমরা যেমন কাছাকাছি রয়েছি, তেমনি সময়ও হাতে আছে অনেক এবং ফুটবলে যেকোনো কিছুই হতে পারে। প্রতিটি দিন ধরে ধরে এগোচ্ছি, এর বাইরে ভাবছি না।’
সুপ্তি / টিডিএস