আইসিসির টুর্নামেন্টের আগে ‘ক্যাপ্টেনস ইভেন্ট’ আয়োজনের প্রচলন দীর্ঘদিনের। একসঙ্গে এত অধিনায়ককে দেখা যায় না বললেই চলে, তবে এই আয়োজন সেই সুযোগ করে দেয়। কিন্তু এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে সেই অনুষ্ঠান থাকছে না বলে জানিয়েছে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম ও ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
শুধু অধিনায়কদের অনুষ্ঠানই নয়, থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠানও। পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) স্বাভাবিকভাবেই অধিনায়কদের অনুষ্ঠান করতে চেয়েছিল, তবে অংশগ্রহণকারী দলের অধিনায়কদের সময়মতো পাওয়া যাচ্ছে না। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারত অধিনায়ক রোহিত শর্মা পাকিস্তানে যাচ্ছেন না। এ ছাড়া ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার অধিনায়কও নির্ধারিত সময়ে পাকিস্তানে আসবেন না।
ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া তাদের সফরসূচি চূড়ান্ত করেছে। ইংল্যান্ড ১৮ ফেব্রুয়ারি এবং অস্ট্রেলিয়া ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে পৌঁছাবে, অথচ চ্যাম্পিয়নস ট্রফি শুরুই হবে ১৯ ফেব্রুয়ারি। ইংল্যান্ড বর্তমানে ভারত সফরে আছে এবং সিরিজ শেষ হওয়ার পর ৭ দিনের বিশ্রাম নেবে। অন্যদিকে, শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ শেষ হবে ১৪ ফেব্রুয়ারি, এরপর ৪ দিনের বিশ্রাম নেবে তারা। তারা পাকিস্তানে কোনো প্রস্তুতি ম্যাচও খেলবে না এবং সরাসরি মূল টুর্নামেন্টেই অংশ নেবে।
উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের কারণও একই। জিও সুপারে আইসিসির এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আইসিসি ও পিসিবির আগ্রহ থাকলেও ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া যথাসময়ে উপস্থিত না থাকায় উদ্বোধনী আয়োজন সম্ভব হচ্ছে না। তবে পিসিবি বা আইসিসি কখনোই আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠানের ঘোষণা দেয়নি বলে জানিয়েছে ক্রিকবাজ।
তবে টুর্নামেন্টকে ঘিরে উদ্যাপন করতে চায় পাকিস্তান। জিও সুপারের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের আগে বিশেষ একটি আয়োজন করার পরিকল্পনা করছে পিসিবি।