কোচ পিটার বাটলারের সঙ্গে সাফজয়ী সিনিয়র নারী ফুটবলারদের দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এসেছে। ব্রিটিশ কোচের অধীনে কোনো কার্যক্রমে অংশ নেবেন না বলে নিজেদের অবস্থান অটল রেখেছেন সাবিনা খাতুন ও তার সঙ্গীরা।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাফুফে ভবনে একত্র হয়ে তারা গণমাধ্যমকে জানান, কোচ পিটার বাটলারের অধীনে খেলতে চাইলে তারা সম্মান নিয়ে ফুটবলকে বিদায় জানাতে চান। দলীয় মিটিং এবং অনুশীলন বর্জনের পর এবার গণঅবসরের হুমকিও দিয়েছেন নারী ফুটবলাররা।
কোচ পিটার বাটলারের সঙ্গে সাবিনা খাতুনদের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল গত অক্টোবরে কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপ চলার সময়। মিডফিল্ডার মনিকা চাকমা তখন বলেছিলেন, কোচ সিনিয়র খেলোয়াড়দের পছন্দ করেন না। তাঁর এই অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছিল বাংলাদেশ দলে। বাইরের কারও ইন্ধনে মেয়েরা এমন করছেন বলে অভিযোগ তোলেন বাটলার। সেই বাটলারের অধীনেই সাফ শিরোপা ধরে রাখে বাংলাদেশ।
কিন্তু সাফল্যের পরও শান্তির পতাকা ওড়েনি। মেয়েরা মেনে নিতে পারেননি বাটলারকে। বাটলারকে আর কোচ হিসেবে চান না, এমন কথাও তাঁরা সংবাদমাধ্যমের কাছে বলেছিলেন। তবে বাফুফে সেটিকে গুরুত্ব না দিয়ে বাটলারের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে। নতুন চুক্তির পর কোচ ঢাকায় ফিরেছেন গত সোমবার।
সুপ্তি / টিডিএস