নাঈমের সেঞ্চুরিতে প্লে-অফের লড়াইয়ে টিকে রইলো খুলনা

স্পোর্টস ডেস্ক

প্লে-অফের দৌড়ে টিকে থাকতে খুলনা টাইগার্সের জন্য আজকের ম্যাচটিতে জয় ছাড়া উপায় ছিল না। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে বিধ্বংসী নৈপুণ্য দেখিয়েছেন নাইম শেখ। তার সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে টাইগার্সরা। আর সেই পাহাড়ের চাপেই রংপুর রাইডার্স পড়ে যায়।

৪৬ রানের এই জয় প্লে-অফের সমীকরণ আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে খুলনার জন্য। ১১ ম্যাচে তাদের পয়েন্ট এখন ১০। নিজেদের শেষ ম্যাচে জয় পেলে সেরা চারে জায়গা করে নিতে পারবে তারা, আর হারলে বিদায় নিতে হবে। খুলনা পরের ম্যাচ জিতলে রাজশাহী বা চিটাগাংয়ের কপাল পুড়তে পারে।

চিটাগাং বর্তমানে সুবিধাজনক অবস্থানে রয়েছে। তাদের দুটি ম্যাচ বাকি আছে, আর একটি জিতলেই সেরা চারে জায়গা নিশ্চিত হয়ে যাবে। দুটি ম্যাচেই হারলেও প্লে-অফে তাদের সম্ভাবনা থাকবে। অন্যদিকে রাজশাহীর কোনো ম্যাচ বাকি না থাকায় তারা এখন শুধু অন্যদের দিকে তাকিয়ে থাকতে পারে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে খুলনা ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৬২ বলে অপরাজিত ১১১ রান করেন নাইম। জবাবে খেলতে নেমে রংপুর ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানের বেশি করতে পারেনি।

সুপ্তি / টিডিএস

You may also like