খুলনা টস জিতে ব্যাটিংয়ে, বাঁচা-মরার ম্যাচ

স্পোর্টস ডেস্ক

খুলনা টাইগার্সের জন্য এটি ছিল ডু অর ডাই ম্যাচ। তাদের প্রতিপক্ষ ছিল সবার আগে প্লে-অফ নিশ্চিত করা রংপুর রাইডার্স।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাঁচা-মরার এই লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলছে রংপুর। এই ম্যাচটি জিতলেই কোনো জটিল হিসাব ছাড়াই প্রথম কোয়ালিফায়ারে জায়গা পাবে নুরুল হাসান সোহানের দল।

অন্যদিকে খুলনার এখনও একটি ম্যাচ বাকি। প্লে-অফে টিকে থাকতে মেহেদী হাসানের দলকে দুটি ম্যাচেই জয় পেতে হবে।

সুপ্তি / টিডিএস

You may also like