পারিশ্রমিকের সমস্যা নিয়ে বিসিবির দোষ স্বীকার

স্পোর্টস ডেস্ক

বিপিএল মাঠে গড়ানোর পর থেকে নানা নাটক এবং অনিয়ম যেন নিয়মিত ব্যাপারে পরিণত হয়েছে। এবারের বিপিএলে দুর্বার রাজশাহী সব পুরনো বিতর্কের রেকর্ড ভেঙে নতুন একটি সমস্যায় পড়েছে।

এবারের আসরের শুরু থেকেই পারিশ্রমিক না দেওয়ার কারণে নেতিবাচক আলোচনায় ছিল রাজশাহী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে খেলোয়াড়রা পারিশ্রমিক না পাওয়ায় ম্যাচ বয়কট করেছেন। এছাড়া ঢাকা এবং চট্টগ্রাম পর্বে হোটেল বিলও পরিশোধ করতে না পারায় ফ্র্যাঞ্চাইজিটি বিব্রতকর অবস্থায় পড়েছিল।

২ দিন আগে দেশি খেলোয়াড়দের পারিশ্রমিকের চেক দেওয়া হলেও ২৭ জানুয়ারি সেই চেক জমা দিতে গিয়ে আবারও খালি হাতে ফিরে গেছেন ক্রিকেটাররা। চেকের পরিমাণ অর্থ অ্যাকাউন্টে না থাকায় এটি ফের ফেরত গেছে। যার ফলে ক্রিকেটারদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তবে বিসিবির প্রতিশ্রুতির কারণে তারা মাঠে খেলতে এসেছিলেন।

বিদেশি ক্রিকেটারদের সঙ্গে ঝামেলা এখনও পুরোপুরি মিটেনি। বর্তমানে মাত্র দুই জন বিদেশি খেলোয়াড় খেলছেন, তাদের মধ্যে একজন আবার নিজ দেশের জাতীয় দলের সদস্যও নন। এমন পরিস্থিতিতে চেক বাউন্স হওয়ার পর খেলোয়াড়রা আবারও হতাশ হয়ে পড়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) এই বিষয়ে কথা বলতে গিয়ে ক্রিকেট অপারেশন্সের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘পারিশ্রমিক দেয়ার বিষয়ে রাজশাহীর পরিকল্পনার কথা আমরা শুনেছি, আমরা সবসময় নজরদারিতে রাখছি। আমাদের আরও থা বলা দরকার ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে। তবে, বুঝিনি এমন কিছু হবে। এই ঘটনায় বোর্ডের দায় আছে, এটা আমরা মেনে নিচ্ছি।’

তিনি আরও জানান,’পরবর্তী আসর থেকে আমরা নির্দিষ্ট মডেল তৈরি করব এবং মালিকানায় কে আসবেন, তার সম্পর্কে জেনে দল দিব। পেশাদার যারা তাদেরকেই দল দেয়া হবে এবং অনেক পরিকল্পনা করে বিপিএল চালানো হবে। .প্রয়োজন হলে ফ্র‍্যাঞ্চাইজির বিরুদ্ধে লিগাল অ্যাকশনে যাব, তবে আশা করি এমনটা যাতে না করা লাগে।’

সুপ্তি / টিডিএস

You may also like