১০ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ১৩ ওভারে ৫৪ রানের জবাবে ২৫ বল হাতে রেখেই জয় পায় বাংলাদেশ নারী ক্রিকেটাররা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেইউমাস ওভালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বৃষ্টির কারণে ২০ ওভারের খেলা ১৩ ওভারে নেমে আসে।

সুপার সিক্সে নিয়ম রক্ষার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারিয়ে দেয় সুমাইয়া আক্তাররা। বাঘিনী বোলারদের দাপটে দিশেহারা ছিল ক্যারিবিয়ান ব্যাটাররা। ৫৫ রানের লক্ষ্যে প্রতিপক্ষ বোলারদের কোনো বাধা-বিপত্তি ছাড়াই এগিয়ে যায় বাংলাদেশ।

দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া ও জুয়াইরিয়া ফেরদৌস লক্ষ্য পূরণ করে দলকে জয়ের দিকে পৌঁছে দেন। ফাহমিদা ২৫ বলে ১৪ ও জুয়াইরিয়া ২৮ বলে ২৫ রান করেন। সহজ টার্গেটে কোনো উইকেট না হারিয়েই জয়ের রান পেরিয়ে যায় বাংলাদেশ।

টুর্নামেন্ট থেকে বাদ পড়েও শেষ ম্যাচে জয় পেয়ে কিছুটা স্বস্তি অনুভব করছে সুমাইয়া আক্তারের দল।

ইউএ / টিডিএ

You may also like