ক্যারিবিয়ান নারীদের কাছে আবার হেরে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

নিগার সুলতানার নেতৃত্বে নারী ক্রিকেট দল ক্যারিবিয়ানে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল হার দিয়ে। সেন্ট কিটসে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সেন্ট কিটসে বাংলাদেশ সময় ভোর রাতে অনুষ্ঠিত হয় ম্যাচটি। ওয়ানডে সিরিজে পরাজয়ের পর ওয়েস্ট ইন্ডিজের কাছে আবারো হারলো নারী ক্রিকেট দল।

তিনে মাস আগে বিশ্বকাপে ৮ উইকেটে বাংলাদেশকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ নারী দলকে সেই স্মৃতিই যেন আজ আবার মনে করিয়ে দিলো ক্যারিবিয়ান নারীরা। কদিন আগেই তাদের কাছে হেরে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া করেছিল বাংলাদেশ।

আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ থেমেছিল ১৪৪ রানে। জবাবে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। অভিজ্ঞ ডিয়ান্দ্রা ডটিন দুর্দান্ত ফিফটি করে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করে।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি পেয়েছেন ফিফটির দেখা। ৪১ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেছেন শারমিন আক্তার। শেষ পর্যন্ত বাংলাদেশ ১৪০ রানের লক্ষ্যে পৌঁছালেও ওয়েস্ট ইন্ডিজের জন্য সহজ জয় এনে দেয়।

ইউএ / টিডিএ

You may also like