“শেষ ম্যাচেও কেউ না কেউ বলবে আমি খেলব না”

স্পোর্টস ডেস্ক

ভালো যায়নি সিলেট স্ট্রাইকার্সের আসর। একের পর এক হারে দল অনেক দিন আগেই বিদায় নিয়েছে। শেষ ম্যাচ হারের পর ক্ষোভ প্রকাশ করেছেন অধিনায়ক।

সোমবার (২৭জানুয়ারি) রাজশাহীর বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সিলেটের অধিনায়ক আরিফুল হক বলেন, ‘পুরা টুর্নামেন্ট খুবই বাজে গেছে। এরকম অভিজ্ঞতা আগে কখনও হয়নি। আজকেও ওপেনার রনি সকালে উঠে বলতেসে আমার ঘাড়ে লাগসে। ধরতে হবে সেও ইনজুরড। টিমে ইনজুরি শেষ ম্যাচেও দেখা যাবে। কেউ না কেউ বলছে আমি খেলব না। টিমে সব ইনজুরির উপরেই আছে। অভিজ্ঞতা ভালো না।’

তিনি আরও বলেন , ‘আমার কাছে মনে হয় রাকিম যদি ফুল সার্ভিস দিতে পারত। যদি মানসি ভালো সার্ভিস দিতে পারত, (পল) স্টার্লিং ছিল। এরা সবাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বড় নাম। কেউ আসলে সেভাবে ডেলিভার করতে পারেনি।’

সিলেট স্ট্রাইকার্সের আরেকটি ম্যাচ বাকি আছে এবং শেষ ম্যাচটি অন্তত ভালোভাবে শেষ করতে চান আরিফুল। তিনি বলেন, ‘না আসলে আরেকটা ম্যাচ বোঝা না। শেষ ম্যাচটা জিততে পারলেও শান্তি আসবে যে একটা ম্যাচ জিতে আসছি। আসলে আশা যদি না থাকে কঠিন হয়ে যায় পারফর্ম করা। সবাই পেশাদার ক্রিকেটার। ব্যাটার, বোলার ভালো করলে ভালোই লাগে। দিনশেষে ভালো খেলা গেলে সবারই ভালোই লাগে।’

ইউএ / টিডিএ

You may also like