দ্বিতীয় দল হিসেবে প্লে অফে বরিশাল

স্পোর্টস ডেস্ক

সিলেটকে হারিয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে বরিশাল। এর আগে প্রথম দল হিসেবে রংপুর রাইডার্স প্লে-অফে পা রেখেছিল। অন্যদিকে সিলেট যদিও কাগজে-কলমে এখনও টিকে থাকলেও বাস্তবে তাদের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ।

রবিবার (২৬ জানুয়ারি) মিরপুর স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সিলেট ১৮.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে। এরপর বরিশাল ২ উইকেট হারিয়ে ১৬ ওভারেই জয় পায়। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন তামিম ইকবাল, অপরাজিত ৫২ রান।

১১৭ রানের লক্ষ্য তাড়ায় বরিশালের শুরুটা ভালো ছিল না। বাজে ফর্মে থাকা তাওহিদ হৃদয় আজও ব্যর্থ হন, ৭ বলে ৬ রানের বেশি করতে পারেননি। তিন নম্বরে নেমে ডেভিড মালানও ৮ বলে ৯ রান করে ফিরে যান।

৩৯ রানে ২ উইকেট হারানোর পর, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম তৃতীয় উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ৮১ রান যোগ করেন। তাদের দারুণ ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করে বরিশাল। তামিম করেছেন অপরাজিত ৫২ রান, আর মুশফিকের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৪২ রান।

সুপ্তি / টিডিএস

You may also like