বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি স্থগিত ঘোষণা

Tahmid Rahman

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র সংশোধনের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছিল। তবে সেই কমিটির দেওয়া প্রস্তাবে ঢাকার ক্লাবগুলোর প্রতিনিধি সংখ্যা কমানোর উদ্যোগ প্রবল বিরোধিতার মুখে পড়ে। এর প্রতিবাদে ঢাকার ক্লাবগুলো প্রথম বিভাগ ক্রিকেট লিগ বয়কটের ঘোষণা দেয়। ফলে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনও লিগ শুরু হয়নি।

শনিবার (২৫ জানুয়ারি) বিসিবি বোর্ড মিটিং- এ গঠনতন্ত্র সংশোধন কমিটি নিয়ে বিশদ আলোচনা হয়েছে। সভা শেষে বিসিবির দুই পরিচালক ইফতেখার রহমান মিঠু ও মাহবুব আনাম গণমাধ্যমের সামনে জানান, ফাহিমের নেতৃত্বাধীন সংশোধন কমিটির কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিসিবির বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা পর্ষদে ২৫ জন সদস্য থাকেন। এর মধ্যে ঢাকার ক্লাবগুলো থেকে ১২ জন, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে ১০ জন, সাবেক ক্রিকেটার কোটা থেকে ১ জন এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ২ জন। তবে সংশোধনের প্রাথমিক খসড়ায় ঢাকার ক্লাবগুলোর পরিচালক সংখ্যা ১২ থেকে কমিয়ে ৪-এ এবং কাউন্সিলর সংখ্যা ৭৬ থেকে ৩০-এ নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছিল।

মাহবুব আনাম বলেন, ‘প্রথমত একটা কথা বলি যে, উনারা কোনো পরিবর্তন বোর্ড সভাপতির কাছে বা বোর্ডের কারও কাছে জমা দেননি। এমনকি এনএসসির কাছেও কিছু জমা দেওয়া হয়নি। এটাও আলাপে এসেছে, যে পরিবর্তনটি বাইরে অনেকে বলেছেন, তার অনেক কিছুই সঠিক নয়। বিসিবি পরিচালকরা মনে করেছেন, প্রক্রিয়াটা আরেকটু স্বচ্ছ হওয়া দরকার। কারণ গঠনতন্ত্র এমন একটা জিনিস, এখানে কোনো গোপনীয়তা নেই। এটা পাবলিক একটা তথ্য, পাবলিকই থাকবে। সেজন্যই আমরা প্রথমত মনে করেছি তাদের কার্যক্রম স্থগিত থাকা দরকার। এখানে যে আলাপ-আলোচনা আছে, সেগুলো থামানো দরকার।’

তিনি আরও যোগ করেন, ‘আপনারা জানেন, গঠনতন্ত্রের জন্য কমিটি গঠন করা হয়েছিল। আজকে বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এই কমিটি পরিবর্তন বা পরিবর্ধন করা হবে। তাদের কাজের পরিধি ও টার্মস অব রেফারেন্স তৈরি করার পরই বাকি কার্যক্রম হবে। গঠনতন্ত্রে কী পরিবর্তন আনা প্রয়োজন এবং স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়ে সেগুলো কীভাবে তারা করবেন বিষয়গুলো সেখানে থাকবে।’

গঠনতন্ত্র সংশোধনের প্রক্রিয়া শুরুর আগেই কমিটির প্রতিবেদন প্রকাশ্যে চলে আসে যা ঢাকার ক্লাব সংগঠকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। তারা মনে করেন, প্রস্তাবিত পরিবর্তন তাদের অধিকার হরণ করতে পারে। প্রিমিয়ার থেকে তৃতীয় বিভাগ পর্যন্ত ৬৭ ক্লাবের প্রতিনিধিরা কমিটি থেকে নাজমুল আবেদীন ফাহিমকে অপসারণের দাবি জানায়। গত ১৪ জানুয়ারি ক্লাবগুলো একটি মতবিনিময় সভা করে বিসিবিকে তিনদিনের আল্টিমেটাম দেয়। দাবিগুলো পূরণ না হওয়ায় তারা প্রথম বিভাগ ক্রিকেট লিগ বর্জনের ঘোষণা দেয়, যা ২০ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল।

You may also like