রঞ্জি ট্রফিতে ভারতের তারকা ব্যাটারদের বাজে পারফরম্যান্স

স্পোর্টস ডেস্ক

বিসিসিআইয়ের কঠোর পদক্ষেপের ফলে জাতীয় দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার ফিরেছেন রঞ্জি ট্রফির মতো বড় আসরে। তবে বিশ্বসেরা হয়েও ঘরোয়া খেলায় দর্শককে হতাশ করলো ভারতীয় ক্রিকেটারা।

রোহিত শর্মা প্রায় ১০ বছর পর খেলছেন রঞ্জি। যেখানে তার সঙ্গে যোগ দিয়েছেন যশস্বী জয়সওয়ালও। মহারাষ্ট্রের এমসিএ স্টেডিয়ামে এ ম্যাচটি ছিল নজরকাড়া।

কিন্তু রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়ালকে হতাশই করেছেন। জম্বু-কাশ্মীরের বিপক্ষে জয়সওয়াল করেছেন ৮ বলে ৫ রান আর রোহিত শর্মার ব্যাট থেকে এসেছে মাত্র ৩ রান। রোহিতের খারাপ ফর্ম যেন নতুন বছরে তার ব্যাটে নিয়ে এসেছে। উমর নাজিরের বলেও পুল শটে ভুল টাইমিং করে সহজ ক্যাচ দেন রোহিত, আর জয়সওয়াল আকিব নাবিরের বলে এলবিডব্লিউ হন।

আরেক পরিচিত মুখ শুভমান গিলও রঞ্জিতে খেলতে নেমেছেন। কর্ণাটকের বিপক্ষে পাঞ্জাবের অধিনায়ক হিসেবে মাঠে নেমে ৮ বলে ৪ রান করে আউট হন গিল।

তবে রোহিতের ফর্মই এখন সবচেয়ে বেশি ভাবাচ্ছে ভারতীয় ক্রিকেটকে। নিয়মিত অধিনায়ক রোহিত বোর্ডার-গাভাস্কার ট্রফিতে পাঁচ ইনিংসে মাত্র ৩১ রান করেছেন। ঘরের মাঠে নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেও তিনি ব্যর্থ। দুই সিরিজে তার গড় ছিল মাত্র ১৩.৩০ রান। এমনকি সিডনি টেস্টেও তাকে বাদ রেখে খেলেছে ভারত।

এদিকে ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে রেলওয়ের বিপক্ষে খেলার আগ্রহ জানিয়েছেন বিরাট কোহলি। তবে চোটের কারণে সৌরাষ্ট্রের বিপক্ষে তিনি খেলতে পারবেন না। অন্যদিকে, রবীন্দ্র জাদেজা এই ম্যাচে খেলছেন এবং বোলিং স্পেলে শুরুতেই উইকেট লাভ করেছেন।

সুপ্তি / টিডিএস

You may also like